Loading...

News Details

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এর সাথে বিএসএমআরএএইউ এর মাননীয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) এর মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) ০৩ এপ্রিল ২০২৩ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয়  প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাক্রম সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করেন এবং উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনার ফসল এ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যার প্রতিষ্ঠার জন্য তিনি তাঁর নিকট অশেষ কৃতজ্ঞ । ভাইস চ্যান্সেলর মহোদয় আরও উল্লেখ করেন যে, এ বিশ্ববিদ্যালয়  বিমান ও মহাকাশ গবেষণায় দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরি করতে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। ফলশ্রুতিতে, অ্যাভিয়েশন শিল্পে দক্ষ মানব সম্পদ তৈরী হবে যা দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় স্বল্প সময়ে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখার জন্য  উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানান।  এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উপস্থিত ছিলেন।