Loading...

News Details

বিএসএমআরএএইউ এর শিক্ষার্থীদের শিক্ষা সফর

বিএসএমআরএএইউ এর শিক্ষার্থীদের শিক্ষা সফর 

            ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)’ এর অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, ফ্যাকাল্টি সদস্য ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল ১১ মে ২০২৩ তারিখে “মহাস্থানগড়” ও “মহাস্থানগড় জাদুঘর”, বগুড়ায় শিক্ষা সফরে গমন করেন। উক্ত বিভাগের ‘Bangladesh Studies and Sociology’  বিষয়ের  পাঠ্যক্রমের অংশ হিসেবে  আয়োজিত এ সফরের নেতৃত্ব প্রদান করেন উইং কমান্ডার  এ আর এম গোলাম ফারুক, পিএসসি এবং প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান।

শিক্ষার্থীরা  “মহাস্থানগড়” এর ঐতিহাসিক নিদর্শনসমূহ প্রত্যক্ষ করেন এবং মহাস্থানগড় জাদুঘরের গ্যালারিসমূহ পরিদর্শন করে বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক সামগ্রী অবলোকন করেন।  এ সময় উক্ত জাদুঘরের তত্ত্বাবধায়ক ইন চার্জ সফরকারী সকলকে স্বাগতম জানান এবং শিক্ষার্থীদেরকে জাদুঘর সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেন যা,  শিক্ষার্থীদের জ্ঞানের ভুবন সমৃদ্ধ করেছে।