Loading...

News Details

ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচির আয়োজন করেছে বিএসএমআরএএইউ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) ৩১ জুলাই ২০২৩ তারিখে লালমনিরহাট ক্যাম্পাসে  ডেঙ্গু প্রতিরোধে সচেনতামুলক একটি কর্মসূচির আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এ উপলক্ষ্যে আয়জিত একটি Rally বিমান বাহিনী সিঅ্যান্ডএম ইউনিট লালমনিরহাট এর আঙ্গিনা সংলগ্ন সড়ক হতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন শেষে প্রধান সড়কে অবস্থান করে।  পরবর্তীতে মেডিক্যাল অফিসার ডেঙ্গু প্রতিরোধে সচেনতামূলক বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ  এ সময় উপস্থিত ছিলেন।