Loading...

News Details

এপিএ কর্মশালার আয়োজন করেছে বিএসএমআরএএইউ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) গত ২৪ জুলাই ২০২৩ তারিখে লালমনিরহাট ক্যাম্পাসে এপিএ কর্মশালার আয়োজন করেছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও পরিচালক (অর্থ ও হিসাব)  ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর এ টি এম হাবিবুর রহমান বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে এপিএ এর বিভিন্ন বিস্তারিত দিক নির্দেশনা ও ব্যপকতা তুলে ধরেন যা বিশ্ববিদ্যালয়ের এপিএ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও তিনি এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য কিছু দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ঢাকা ক্যাম্পাসের সদস্যগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।