Latest News
- /
- Announcement
- /
- News
- /
- piko szatelait gbeshnay biesemareeiu lalmnirhat
গত ২৭ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুলাই, ২০২৩, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড নাজমুল উলা, লালমনিরহাটে বিএসএমআরএএইউ ক্যাম্পাসে এসে এখানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত একটি কিউব স্যাটেলাইট এসেম্বলি সম্পন্ন করেন। এ সময়ে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) উপস্থিত ছিলেন। তিনি সারেজমিনে বীর মুক্তিযোদ্ধা ড নাজমুল উলা-র তত্ত্বাবধানে পরিচালিত ‘পিকো – স্যাটেলাইট ফর বাংলাদেশ’ গবেষণা প্রজেক্টের বিভিন্ন অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রজেক্টের সাথে যুক্ত ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
কিউব স্যাটেলাইট মুলত কিউবের মত দেখতে ১০* ১০* ১০ সেন্টিমিটারের একটি কিউব, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হয় এবং এর সাথে যুক্ত বিভিন্ন সেন্সরের মাধ্যমে ডাটা সংগ্রহ ও ক্যামেরার মাধ্যমে আবহাওয়া পরিস্থিতিসহ বিভিন্ন কিছুর ছবিও তোলা সম্ভব হয়।
লালমনিরহাটে কিউব স্যাটেলাইট এসেম্বলির পাশাপাশি একটি সাধারণ গ্রাউন্ড স্টেশনের কাজও সম্পন্ন করা হয়, যা আপাতত 'নোয়া - ১৮' স্যাটেলাইটের পাঠানো আবহাওয়ার ছবি ধরতে পারে। এই স্টেশনটিকে আরও উত্তরনের চেষ্টা চলমান আছে, যেন এটি দিয়েই নিজেদের তৈরি কিউব স্যাটেলাইটের সাথে দ্বিমুখী যোগাযোগ সম্ভব হয়।
২০২২ সালের তথ্য অনুযায়ী গ্লোবাল কিউব স্যাটেলাইট মার্কেট ভেলুয়েশন ২৯৭ মিলিয়ন ডলার, যা ক্রমান্বয়ে বাড়ছে। আশা করা হচ্ছে, ‘পিকো – স্যাটেলাইট ফর বাংলাদেশ’ গবেষণা প্রজেক্টের মধ্য দিয়ে অদুর ভবিষ্যতে বাংলাদেশেই নিজেদের মেধা ও ব্যাবস্থাপনায় কিউব স্যাটেলাইট উৎপাদন ও রপ্তানি সম্ভব হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশ ভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।